ছবি: আপন দেশ
ফিলিস্তিনের গাজা উপত্যকার স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি মার্কিন রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন।
অ্যালিসন হুকার জবাবে বলেছেন, এ গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে যুক্তরাষ্ট্র ইচ্ছুক।
শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন<<>>ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে ড. খলিলের বৈঠক
এর আগে খলিলুর রহমান মার্কিন সহকারী সেক্রেটারি অব স্টেট পল কাপুর-এর সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মার্কিন পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। শপথবাক্য পাঠ করান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তারা, মার্কিন পররাষ্ট্র ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত নভেম্বরে গাজা যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনা করেন। যার সমর্থন জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাস করে। পরিকল্পনার মধ্যে একটি ছিল গাজায় যুদ্ধবিরতি চুক্তি রক্ষা এবং তত্ত্বাবধানের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন। এই প্রক্রিয়া এখনও চলমান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































