ছবি : আপন দেশ
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ভবনের একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। পরে পুরো ফ্ল্যাটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন ফজলে রাব্বি রিজভী (৩৮), আফরোজা আক্তার, মো. রিশান (আড়াই বছর), রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) ও মো. রাহাব (১৭)।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় পুলিশ। থানা কাছেই থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের সূত্রপাত সম্পর্কে ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনটির দ্বিতীয় তলায় থাকা একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ বা গ্যাস লিকেজ থেকে আগুন লাগতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তারা সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়।
ওসি রফিক আহমেদ জানান, উদ্ধার কার্যক্রম শেষ হতে সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে। এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। তিনজনের মরদেহ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। একজনের মরদেহ রয়েছে উত্তরার আরেকটি হাসপাতালে। সর্বশেষ একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের সঠিক সংখ্যা নির্ধারণে পুলিশের একাধিক টিম কাজ করছে। আগুনের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ বা গ্যাস লিকেজের সম্ভাবনার কথা বলা হলেও বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































