Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহবান রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৪২, ২২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ-ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহবান রাশিয়ার

ছবি: আপন দেশ

দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। 

চলমার এ উত্তেজনা কমানোর ওপর গুরুত্বারোপ করে রুশ রাষ্ট্রদূত বলেছেন, ‘যত দ্রুত সম্ভব এ উত্তেজনা নিরসন করা প্রয়োজন।’ রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না—এ-ও যোগ করেন তিনি।

বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেয়ার বিষয়ে সতর্ক করে আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত। 

আরও পড়ুন<<>>ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন প্রায় ৬ লাখ ছাড়াল

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে রুশ দূতাবাস। দেশটি আশা করছে, নির্ধারিত সময়েই হবে ভোট। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে প্রত্যাশা আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের।

নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, রাশিয়া এ বিষয়ে ইসির সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়