ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোটের গাড়ি প্রচারণা শুরু হচ্ছে। সোমবার (২২ ডিসেম্বর) এ প্রচারণা। সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকাল ৪টায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি ভিডিওবার্তার মাধ্যমে এ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আরও পড়ুন<<>>অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তথ্যবিবরণীতে আরও বলা হয়, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































