Apan Desh | আপন দেশ

জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে সিএনজি অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৪৯, ১ ডিসেম্বর ২০২৫

জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে সিএনজি অটোরিকশা চালক নিহত

সংগৃহীত ছবি

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।

সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত পাপ্পু শরীয়তপুর জেলার রাজৈর থানার মন্টু শেখের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা খালাতো ভাই মো. সম্রাট বলেন, পাপ্পু সিএনজিচালিত অটোরিকশা চালান। পরিবার নিয়ে থাকেন জুরাইন মিষ্টির দোকান এলাকায়। সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন পাপ্পু। এর ১০ মিনিট পরই খবর আসে জুরাইন গ্যাস পাইপ কনকর্ড স্কুলের সামনে গুলি করা হয়েছে তাকে। পরে আদ-দ্বীন হাসপাতালে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন>>>প্রেমের ঘটনায় সাতক্ষীরায় ২ জন গুলিবিদ্ধ

সম্রাট আরও বলেন, এলাকায় শুনেছি কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও স্থানীয় কানচি নামে একজনসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী পাপ্পুকে গুলি করে পালিয়ে গেছে। তবে কেন তারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানি না।

নিহত যুবকের বন্ধু মো. সানি জানান, বাপ্পার ভাতিজা হিমেলের সঙ্গে পাপ্পুর ঝগড়া হয়েছিল কিছুদিন আগে। সে ঘটনার জের ধরে আজ গুলি করতে থাকতে পারে। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়