Apan Desh | আপন দেশ

প্রেমের ঘটনায় সাতক্ষীরায় ২ জন গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪০, ১ ডিসেম্বর ২০২৫

প্রেমের ঘটনায় সাতক্ষীরায় ২ জন গুলিবিদ্ধ

ছবি: আপন দেশ

সাতক্ষীরা কালিগঞ্জে প্রেমিক ইয়ার আলীর (৫০) ছোড়া গুলিতে হালিমা খাতুন নামের এক গৃহবধূ ও হৃদয় তরপদার নামে একজন গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে পরকীয়া প্রেমিকা অপর্ণা মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্ত্রী ও ছেলেকে প্রেমিকার বাড়ি চিনিয়ে দিতে সহায়তা করায় ক্ষুব্ধ হয়ে হালিমা খাতুনকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।

মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হৃদয় তরফদার স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মালিকের মৃত্যু

হালিমা খাতুন (৩৭) সোতা গ্রামের মোসলেম চৌকিদারের স্ত্রী। আর হৃদয় তরফদার (২১) শংকরপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী একাধিক ডাকাতি মামলার আসামি ইয়ার আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, সোতা গ্রামের এক নারীর সঙ্গে ইয়ার আলীর প্রেমের সম্পর্ক ছিল। ওই নারী বাবার বাড়িতে থাকতেন। এ সম্পর্কের জেরে ইয়ার আলী সোমবার দুপুরে তার বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ইয়ার আলীর খোঁজে স্ত্রী তাহমিনা খাতুন তার সন্তান হৃদয় তরফদারকে নিয়ে ওই বাড়িতে যান। এতে ক্ষুব্ধ হয়ে ইয়ার আলী তার স্ত্রীকে তথ্য দিয়ে সহযোগিতা করার অভিযোগে হালিমা খাতুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হৃদয় তরফদারও গুলিবিদ্ধ হন।

কালিগঞ্জ থানার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা হালিমা খাতুনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সালমান রহমান জানান, মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়