ছবি: আপন দেশ
রাজধানীর কড়াইল বস্তির আগুন নেভানো যায়নি। মূলত, পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুনের খবর পেয়ে প্রথম ধাপে ৭টি ইউনিট পাঠানো হয়। কিন্তু সড়কে যানজটের কারণে ইউনিটগুলো সময় মতো পৌঁছাতে পারেনি। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে সেখানে পৌঁছায়। দ্বিতীয় ধাপে পাঠানো হয় আরও ৪টি ইউনিট। এগুলো পৌঁছায় ৬টা ২৫ মিনিটে। তৃতীয় ধাপে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। এরপর আরও ৫টি ইউনিট পাঠানো হয়।
আরও পড়ুন<<>>কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
দ্রুতই আগুন নিয়ন্ত্রণের আশা
রাজধানীর কড়াইল বস্তির আগুন তিন দিক থেকে সীমিত করা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বাকি থাকা একটি দিক নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। সংস্থাটি বলছে, সব ঠিক থাকলে আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে আয়োজিত ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রথমে ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছিল। পরে পরিস্থিতি বিবেচনায় ইউনিট বাড়িয়ে প্রায় ২১টি করা হয়েছে। তিনি জানান, আগুনের শিখার তীব্রতা কমেছে এবং বেশ কয়েকটি অংশে আগুন সীমিত করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, শুরুতেই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম ইউনিট পৌঁছাতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট লাগে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে সময় নেয়। এছাড়া ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল আচরণের কারণেও আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়েছে বলে জানান পরিচালক। পাইপ কেটে ফেলা, জোড়া খুলে দেয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির মতো ঘটনাও ঘটেছে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, পানির ঘাটতি নেই, কিন্তু আগুনের কেন্দ্রে পানি পৌঁছাতে সময় লাগছে। এলাকা বড় হওয়ায় পাইপ জোড়া দিতে হচ্ছে বহু জায়গায়।
পরিচালক জানান, পূর্ব ও উত্তর দিকের আগুন অনেকটাই কমে এসেছে। তিন দিক থেকে আগুন সীমিত হওয়ায় এখন এক দিকের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সবকিছু ঠিক থাকলে আমরা এক–দুই ঘণ্টার মধ্যে ভালো খবর দিতে পারব।
তবে তিনি সতর্ক করে বলেন, কিছু জায়গায় এখনও শিখা দেখা যাচ্ছে। উৎসগুলো শনাক্ত করে তা নিভতেই চূড়ান্তভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা করা সম্ভব হবে।
রাজধানীর সবচেয়ে বড় বস্তিগুলোর একটি কড়াইল। সরু পথ, ঘনবসতি, দাহ্য নির্মাণসামগ্রী এবং অনিয়ন্ত্রিত বিদ্যুৎ–গ্যাস–সংযোগের কারণে এখানে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বড় অগ্নিকাণ্ডে বস্তিটির বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, প্রবেশপথ সংকীর্ণ হওয়া এবং ঘটনাস্থলে মানুষের ভিড়ই প্রতিবারই আগুন নেভানোর কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে আগুন ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে এবং বস্তির বহু ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































