ছবি: আপন দেশ
ভোলা-বরিশাল সেতুর দাবিতে জ্বালানি, শিল্প ও বাণিজ্য—এ তিন উপদেষ্টাকে ঘিরে ধরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘিরে ধরে এ বিক্ষোভ করা হয়।
এর আগে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে দেশের শিল্প উদ্যোক্তা, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে সভা করেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রমুখ।
আরও পড়ুন<<>>শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
সভায় ভোলাবাসী ভোলা-বরিশাল সেতু স্থাপনের দাবি তোলেন। তবে জ্বালানি উপদেষ্টার বক্তব্য তাদের কাছে প্রশ্নবিদ্ধ হলে উত্তেজিত হয়ে তারা তার পদত্যাগ দাবি করে স্লোগান দেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তায় শুয়ে তিন উপদেষ্টার পথ আটকে ঘিরে ধরেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি নেতাদের হস্তক্ষেপে আন্দোলনকারীরা সরে যান। এ সুযোগে গণরোষ থেকে বাঁচতে সটকে পড়েন তিন উপদেষ্টা। পরে আন্দোলনকারী ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেন।
উল্লেখ্য,ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুত নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা। শুক্রবার (১৪ নভেম্বর) কারখানা নির্মাণের স্থান পরিদর্শন করেছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। উপদেষ্টারা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তারা ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা এবং বাফার গোডাউন নির্মাণস্থল পরিদর্শনকালে সারকারখানা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































