Apan Desh | আপন দেশ

দারিদ্র্য বিমোচনে কাজ করার অঙ্গীকার ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২৫

দারিদ্র্য বিমোচনে কাজ করার অঙ্গীকার ফাউন্ডেশনের

ছবি : আপন দেশ

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে দারিদ্র্য বিমোচনে কাজ করে যাবে অঙ্গীকার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ১৮ বছরপূর্তি উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন মেট্টোলাউঞ্জে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। 

ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নিরঞ্জন অধিকারী। 

আরও পড়ুন<<>>চট্টগ্রাম-নওগাঁ-নরসিংদীতে নতুন ডিসি

আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান তালুকদার, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক প্রকাশক অশোক ধর, সিনিয়র সাংবাদিক মো. আকবর হোসেন ভূঁইয়া, বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এফ রহমান রূপক, সাংবাদিক গোলাম নবী,তাপস কুমার রায়, সেলিম শেখ প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ হুমায়ূন কবীর মুজিব (হুমায়ূন মুজিব)। অঙ্গীকার ফাউন্ডেশনের ১৮ বছরপূর্তি উপলক্ষে সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন প্রগতিশীল সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে অঙ্গীকার ফাউন্ডেশন ধারাবাহিক ভাবে কাজ করে যাবে। মুক্তিযুদ্ধের আদর্শিক ক্ষুধা মুক্ত সোনার বাংলা গঠনে ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ। 

গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান তালুকদার, দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক কবি অশোক ধর, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান আক্তার, বাংলাদেশ প্রেস ইউনিটি আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এফ রহমান রূপক, প্রগতিশীল সমাজকর্মী গোলাম নওজব চৌধুরী পাওয়ার, প্রকৃতি অনুসারী ফিরোজ আলম ও সেটেলমেন্ট অফিসার (অবঃ) তালেব আলী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি চুরি হওয়া বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ ফিলিপাইনে বাজেয়াপ্ত ৪ রাজনীতিবিদ নিয়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজ সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ-অর্থপাচারের ২৩ বস্তা আলামত উদ্ধার আর্থিক খাতে স্বচ্ছতায় বাংলাদেশকে আট পরামর্শ যুক্তরাষ্ট্রের ইসরায়েলের গাজা দখলের যুদ্ধে আরও ৯১ ফিলিস্তিনির প্রাণহানি রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের