
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিত্য-নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দুইদিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রধান নির্বাচন কমিশানর জানান, আরও নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, যা আমরা জানি না।
আরওপড়ুন<<>>‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ’
সামাজিক যোগাযোগ মাধ্যম এরইমধ্যে চিন্তার কারণ হয়ে উঠেছে বলে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন এখনো ৫-৬ মাস বাকি। যোগাযোগ স্থাপন করতে হবে, নৈতিকতা ঠিক রাখতে হবে সকলকে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচন তুলনামূলকভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন হবে। তাই ফাঁকিবাজির সুযোগ নেই। ভালো নির্বাচন করতেই হবে, যেকোনো মূল্যে।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।