ঐকমত্য কমিশনের শেষ বৈঠকে ৭৫ প্রস্তাবে সম্মতি
ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনা শেষ হলো। প্রায় আট মাস ধরে এ আলোচনা চলেছিল। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ বৈঠক হয়। মোট ১৬৬টি প্রস্তাবের ওপর সব দলের মতামত নেয়া হয়।
এর মধ্যে ৭৫টি গুরুত্বপূর্ণ প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আরও ৯টি বিষয়ে দলগুলোর সম্মতি আছে। তবে এ ৯টি প্রস্তাবে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতও যুক্ত করা হয়েছে। দীর্ঘ আট মাসের আলোচনার পরও কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেল। এ মতপার্থক্য নিয়েই শেষ হলো কমিশনের বৈঠক।
বিশ্লেষকরা এ ঐকমত্যকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, ৭৫টি বিষয়ে সর্বসম্মত হওয়া খুবই ইতিবাচক। আমাদের দেশে রাজনৈতিক বিরোধের একটি সংস্কৃতি আছে। এমন পরিবেশে এ ঐকমত্য একটি শুভ সূচনা। এটি অবশ্যই উল্লেখ করার মতো একটি অর্জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এ নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, এটি ঐকমত্য কমিশনের একটি বিরাট সফলতা। তিনি বলেন, আমরা মনে করতাম, ১০টি বিষয়ে একমত হলেই যথেষ্ট। কিন্তু তারা এখন বড়-ছোট মিলে অনেক বেশি বিষয়ে একমত হয়েছে।
০৩:৫৬ পিএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার