Apan Desh | আপন দেশ

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ২ জুলাই ২০২৫

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। বুধবার (০২ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডি (পি) শাখায় কর্মরত। তিনি বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি ও এসিএসসি কোর্স সম্পন্ন করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ নিয়োগের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, বেবিচক, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা এবং সংশ্লিষ্ট অফিসগুলোতে পাঠানো হয়েছে। পাশাপাশি এটি সরকারি গেজেট ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়