Apan Desh | আপন দেশ

ইনডোর গাছের পরিচর্যার সহজ উপায়

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ৩১ জুলাই ২০২৪

ইনডোর গাছের পরিচর্যার সহজ উপায়

ছবি : সংগৃহীত

পাতাবাহার গাছ দেখতে যত সুন্দর, তার পরিচর্যাও কিন্তু ততটাই জরুরি। অনেকেই ভাবেন, এসব গাছে বিশেষ যত্ন লাগে না। একেবারেই তা নয়। রং থেকে আকার, সবকিছুতেই দৃষ্টিনন্দন এ গাছ। আবার চড়া রোদে তাড়াতাড়ি শুকিয়েও যায়। বেশি স্যাঁতসেঁতে জায়গাতেও এ গাছ রাখা যাবে না। 

পাতাবাহারের সৌন্দর্য যদি উপভোগ করতে চান, তা হলে জেনে নিন কীভাবে এ গাছের পরিচর্যা করবেন।

পাতাবাহার গাছকে সব সময় ছায়ায় রাখতে হবে। তবে প্রতিদিন কিছু সময়ের জন্য রোদে রেখে দিন। দুপুরের চড়া রোদে রাখবেন না। রাতে খোলা হাওয়ায় রাখাই ভাল। 

যদি ঘরে পাতাবাহার রাখেন, তা হলে রাতে জানলার ধারে রেখে দিন। সম্ভব হলে বারান্দা বা ছাদে রেখে আসতে পারেন। ঘরের ভেতরে একনাগাড়ে বেশি দিন পাতাবাহার গাছ রাখলে তা শুকিয়ে যাবে। বাইরের আলো-হাওয়াও দরকার এদের।

বারান্দায় পাতাবাহার রাখলে দেখবেন যেন বেশি রোদ না লাগে। পারলে দুপুরের আগেই টব সরিয়ে নিন।

আপন দেশ/এইউ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়