Apan Desh | আপন দেশ

শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ৪ দিনের রিমান্ডে স্কুল ব্যবস্থাপক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৩৬, ২৭ জানুয়ারি ২০২৬

শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ৪ দিনের রিমান্ডে স্কুল ব্যবস্থাপক

পবিত্র কুমার বড়ুয়া। ছবি: সংগৃহীত

শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

পবিত্র কুমার বড়ুয়াকে আদালতে হাজির করা হয় শুক্রবার (২৩ জানুয়ারি)। সেদিন পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মো. নুর ইসলাম। তবে আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেন।

এর আগে একইদিন ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে ব্যবস্থাপক পবিত্র কুমারকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার প্রধান আসামি ও ওই স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান এখনও পলাতক।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে চার বছরের শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে।

শিক্ষার্থী নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ নিয়ে অনলাইন ও অফলাইনে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় পরদিন শুক্রবার (২২ জানুয়ারি) শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন <<>> হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী

সিসিটিভির ফুটেজে দেখা যায়, গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটিকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করেন। এ সময় শিশুটির গালে চড় মারতে দেখা যায় তাকে।

সোফায় বসিয়ে আবারও আঘাত করেন তিনি। পরে এক পুরুষকে দেখা যায় শিশুটির মুখের সামনে স্ট্যাপলার দিয়ে ভয় দেখাতে। শিশুটিকে একের পর এক ধমক দিতে দেখা যায়। কিছুক্ষণ পর শিশুটির গলা চেপে ধরতেও দেখা যায়।

ভিডিও ফুটেজে থাকা নারীটি শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি হলেন স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়