
শহীদ আবু সাঈদ । ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ (মঙ্গলবার)।
মঙ্গলবার (২৯ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়া কথা রয়েছে।
গ্রেফতার ৬ আসামির পক্ষে তাদের নিয়োগ করা আইনজীবী এবং পতালক ২৪ আসামিরপক্ষে রাষ্টনিযুক্ত আইনজীবী শুনানি করবেন।
আরওপড়ুন<<>>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা রিমান্ডে
এর আগে, সোমবার (২৮ জুলাই) আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন-ছাত্রলীগ-পুলিশ মিলে আবু সাঈদকে হত্যা করে। পরে, উল্টো আসামি করা হয় সাঈদের সহযোদ্ধাদের। মূল ঘটনা আড়াল করতে বারবার পোস্টমর্টেম রিপোর্টে পরিবর্তন করানো হয়।
গত ২২ জুলাই, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেদিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশে গুলিতে শহীদ হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।