ফাইল ছবি
নারী ও শিশুর সুরক্ষা জোরদার করতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ জারি করেছে সরকার। এর মাধ্যমে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ রহিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ অধ্যাদেশ জারি করে সরকার।
অধ্যাদেশে শারীরিক, মানসিক, যৌন ও আর্থিক নির্যাতনকে পারিবারিক সহিংসতা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ডিজিটাল মাধ্যমে সংঘটিত মানসিক নির্যাতনও এর আওতায় অন্তর্ভুক্ত।
ভুক্তভোগীদের জন্য দ্রুত সুরক্ষা আদেশ, যৌথ বাসগৃহে বসবাসের অধিকার, ক্ষতিপূরণ ও ভরণপোষণের বিধান রাখা হয়েছে। অধিকাংশ আবেদন ৬০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আদালতের সুরক্ষা, বসবাস বা ক্ষতিপূরণ আদেশ লঙ্ঘনকে অপরাধ হিসেবে গণ্য করে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশের জবাবদিহিতাও নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন<<>>কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ জারি
সরকার বিশ্বাস করে, এ অধ্যাদেশ পরিবারে নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে কাজ করবে এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































