Apan Desh | আপন দেশ

সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ২ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৩৮, ২ জুলাই ২০২৫

সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহিতা ও নির্বাচনে অনিয়মের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। এদিন নুরুল হুদার আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (০১ জুলাই) ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সাবেক এ সিইসি।

আরওপড়ুন<<>>আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়।

উল্লেখ্য, গত ২২ জুন সন্ধ্যায় সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রহসনের নির্বাচন করার অভিযোগে গত রোববারই ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়