Apan Desh | আপন দেশ

‘রাখাইনে করিডোর দেয়ার এখতিয়ার নেই সরকারের’

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩, ৩০ এপ্রিল ২০২৫

‘রাখাইনে করিডোর দেয়ার এখতিয়ার নেই সরকারের’

ছবি: আপন দেশ

মিয়ানমারের রাখাইনে করিডোর দেয়ার এখতিয়ার অন্তর্র্বতী সরকারের নেই। বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এর কারণ সরকারের জনগণের কাছে জবাবদিহি নেই। সংসদের কাছে জবাবদিহি নেই।

করিডোর দেয়া না দেয়া রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয় মন্তব্য করে তিনি আরও বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত না। রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে এ সরকার গঠিত হয়েছে। অন্তর্র্বতী সরকারের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া।

আরওপড়ুন<<>>টাইম স্কেল-সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

এ সময় অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার ( ২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, এ বছরের প্রথমার্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। এজন্য গৃহযুদ্ধে পর্যুদস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ ‘করিডোর’ দেয়ার অনুরোধ করেছিল। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্তসাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

অঅপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা