Apan Desh | আপন দেশ

কানাডার ওপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২০, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৯:৩৭, ২৫ জানুয়ারি ২০২৬

কানাডার ওপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির পথে হাঁটলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক কড়া বার্তায় তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্ক করে বলেন, এ ধরনের কোনো পদক্ষেপ কানাডাকে বিপদের মুখে ঠেলে দেবে।

ট্রাম্প আরও স্পষ্ট করেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যায়, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কানাডার সব পণ্য ও সামগ্রীর ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। এ ঘোষণাকে বিশ্লেষকেরা নজিরবিহীন বাণিজ্যিক চাপ হিসেবে দেখছেন।

এ অবস্থায় সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও এক ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, বৈদেশিক অনিশ্চয়তার মধ্যে দেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্য দেশের সিদ্ধান্ত কানাডার নিয়ন্ত্রণে না থাকলেও, নিজেদের অর্থনীতি শক্তিশালী করতে নাগরিকদের দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করেন তিনি।

আরও পড়ুন<<>>সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা

প্রসঙ্গত, চলতি মাসেই মার্ক কার্নি চীন সফর করেন। সফরে কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। লক্ষণীয় যে, গত ১৬ জানুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প তখন এ উদ্যোগকে ইতিবাচক বলেছিলেন। তবে কয়েক দিনের ব্যবধানে তার অবস্থানে বড় ধরনের পরিবর্তন দেখা গেল।

এদিকে কানাডার পাবলিক সেফটি এবং কানাডা–যুক্তরাষ্ট্র বাণিজ্যবিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক দাবি করেছেন, চীনের সঙ্গে কোনো পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে না। তার বক্তব্য অনুযায়ী, আলোচনার মূল উদ্দেশ্য ছিল কিছু নির্দিষ্ট শুল্কসংক্রান্ত জটিলতার সমাধান।

অন্যদিকে, কানাডায় নিযুক্ত চীনা দূতাবাস জানিয়েছে, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে তারা প্রস্তুত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের প্রকাশ্য সমালোচনা করেছিলেন মার্ক কার্নি। তাদের ধারণা, সে রাজনৈতিক মতবিরোধ ও বৃহত্তর ভূ-রাজনৈতিক প্রভাব বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই কানাডার বিরুদ্ধে এমন কঠোর বাণিজ্যিক হুমকি সামনে এনেছেন ট্রাম্প।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়