Apan Desh | আপন দেশ

‘যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ১৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫১, ১৩ জানুয়ারি ২০২৬

‘যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানকে ‘পরীক্ষা’ করতে চায়, তবে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর তিনি এ কথা বলেন।

সোমবার (১২ জানুয়ারি) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। 

আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে। তবে ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। গত বছরের ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি।

এর আগে রোববার (১১ জানুয়ারি) ট্রাম্প জানান, ইরানের চলমান বিক্ষোভ দমনের ঘটনায় তিনি ‘কঠোর বিকল্প’ বিবেচনা করছেন। এর মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে। ইরানে এই বিক্ষোভ শুরু হয় অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে। পরে তা সরকারের বিরুদ্ধে বড় ধরনের দাবিতে রূপ নেয়।

ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার একটি বৈঠকের প্রস্তুতি চলছে। তবে বৈঠকের আগেই পরিস্থিতির কারণে ব্যবস্থা নিতে হতে পারে। 

জবাবে আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র আগে যে সামরিক পথ বেছে নিয়েছিল, সেটিই আবার নেয়, ইরান তার জন্য প্রস্তুত।’ 

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সংলাপের ‘বুদ্ধিমানের পথ’ বেছে নেবে।

আরাগচি অভিযোগ করেন, কিছু পক্ষ যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে চায়, যাতে ইসরায়েলের স্বার্থ রক্ষা হয়। বিক্ষোভের ভেতরে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঢুকে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে। 

ইরানের দাবি, এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় ১০০ জনের বেশি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। 

বিরোধী পক্ষ বলছে, নিহতের সংখ্যা ৭০০ অধিক। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়