ছবি: সংগৃহীত
এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। বিশ্ব বাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
কর্মকর্তারা জানান, প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রি করা হতে পারে এবং ওই বিক্রি থেকে প্রাপ্ত আয় যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে, যাতে ভেনেজুয়েলা সরকারের ওপর প্রভাব বজায় রাখা যায়।
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, ভেনেজুয়েলায় যেসব পরিবর্তন অনিবার্যভাবে ঘটতেই হবে, সেগুলো বাস্তবায়নে আমাদের এ প্রভাব ও নিয়ন্ত্রণ প্রয়োজন।
তবে বিশ্লেষকদের ধারণা, এসব তেল বিক্রি থেকে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার (প্রায় ২ দশমিক ১ বিলিয়ন পাউন্ড) আয় হতে পারে, কিন্তু এ অর্থের কত অংশ ভেনেজুয়েলা পাবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।
আরও পড়ুন<<>>মধ্যবর্তী নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প
মার্কি নপররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল খাত বিশৃঙ্খলার দিকে ঝুঁকে পড়ুক, এমনটা আমরা চাই না। এ কারণে ওই দেশের তেল উত্তোলন, বিপননসহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে।
রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাতকে ‘ঢেলে সাজানোর’ উদ্যোগ নিয়েছে। এটি হলো ভেনেজুয়েলার তেল খাত সংস্কারের ‘প্রথম পর্যায়’। তাই এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরকার এবং সরকারের অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া আর কাউকে এ খাতে প্রবেশ করতে দেয়া হবে না।
তিনি বলেন, তেল খাত সংস্কারের কাজ শেষে দ্বিতীয় পর্যায় শুরু হবে। এ পর্যায়ে মার্কিন ও অন্যান্য পশ্চিমা কোম্পানিকে ন্যায্যভাবে ভেনেজুয়েলার বাজারে প্রবেশ করতে দেয়া হবে।
এদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, ‘দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে।’ কিন্তু ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, তেল বিক্রির বিষয়ে আলোচনা এখনও চলমান এবং তা এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোর মধ্যে এগোয়।
প্রতিষ্ঠানটি বলেছে, এ প্রক্রিয়াটি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বিদ্যমান নিয়মের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































