Apan Desh | আপন দেশ

মুসলিম নারীর নিকাব টেনে খুললেন বিহারের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৬:৩৯, ১৬ ডিসেম্বর ২০২৫

মুসলিম নারীর নিকাব টেনে খুললেন বিহারের মুখ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

একজন মুসলিম নারীর মাথার নিকাব প্রকাশ্যে টান মেরে খুলে ফেলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। নিকাব টেনে খুলে ফেলার নিন্দার পাশাপাশি মুখ্যমন্ত্রীর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো।

সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় আয়ুষ (আয়ুর্বেদ, যোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি) চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন ৭৪ বছর বয়সি মুখ্যমন্ত্রী নীতিশ কুমান। এ সময় এক মুসলিম নারী চিকিৎসকের নিকাব টান দিয়ে খুলে ফেলেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, কর্মকর্তাদের সামনে নীতিশ কুমার ওই মুসলিম নারী চিকিৎসককে ইশারায় নিকাব সরানোর জন্য বলছেন। কিন্তু নারী চিকিৎসক কিচু বুঝে ওঠার আগেই নীতিশ নিজেই হাত বাড়িয়ে টান মেরে নিকাব খুলে দেন। এতে ওই নারীর মুখ ও থুতনি দৃশ্যমান হয়ে পড়ে।

আরও পড়ুন>>>‘একাত্তর-চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’

মুখ্যমন্ত্রী নীতিশের এ কাণ্ডের সময় উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়। ঘটনার সময় উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি মুখ্যমন্ত্রীকে থামানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনার আকস্মিকতায় তা ব্যর্থ হয়।
  
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এ নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনা শুরু হয়। বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস দল এ ঘটনাকে ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ আখ্যায়িত করে নীতিশ কুমারের পদত্যাগের দাবি করেছে।
 
দলটির এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে, একজন নারী চিকিৎসক নিয়োগপত্র নিতে এসেছিলেন। আর নীতিশ কুমার তার নিকাব টেনে খুলে ফেললেন। রাজ্যের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি প্রকাশ্যে এমন ঘৃণ্য আচরণ করছেন। ভাবুন, রাজ্যে নারীরা কতটা নিরাপদ?
 
বিরোধী রাষ্ট্রীয় জনতা দলও (আরজেডি) নীতিশ কুমারের এই আচরণের কঠোর সমালোচনা করেছে। দলটি এক বিবৃতিতে বলেছে, জেডিইউ ও বিজেপি নারীকে শক্তিশালী করার নামে কি রাজনীতি করছে, পর্দা করা মুসলিম নারীর নিকাব খুলে ফেলাই তার প্রমাণ।
 
ভিডিওটি শেয়ার করে আরজেডি এক এক্স পোস্টে লিখেছে, ‘নীতীশ জির কী হয়েছে? তার মানসিক অবস্থা এখন একেবারেই শোচনীয় অবস্থায় পৌঁছেছে, নাকি নীতীশ বাবু এখন ১০০ ভাগ সংঘী হয়ে গেছেন?
  
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী, জেকেপিডিপি প্রধান মেহবুব মুফতিও নীতিশ কুমারের এ নিকাব কাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিহার মুখ্যমন্ত্রীর এমন কাণ্ডে তিনি ‘মর্মাহত’। এ ঘটনায় তার পদত্যাগ করা উচিত।
 
ঘটনার ভিডিওও শেয়ার করে এক্স-এ এক পোস্টে মেহবুবা মুফতি লিখেছেন, নীতীশ জিকে ব্যক্তিগতভাবে চিনতাম এবং তার প্রশংসা করতাম, আমি একজন তরুণী মুসলিম নারীর নিকাব খুলে ফেলতে দেখে হতবাক হয়ে গিয়েছি। এটা বৃদ্ধ বয়সের কারণে নাকি মুসলমানদের প্রকাশ্যে অপমান করার স্বাভাবিকীকরণের কারণে বলে মনে হয়?
 
তিনি আরও বলেন, তার (নীতিশের) চারপাশের মানুষগুলো এই ভয়াবহ ঘটনাটি একরকম বিনোদন হিসেবে দেখছিল। যা আরও আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। নীতীশ সাহেব, সম্ভবত আপনার পদত্যাগের সময় এসেছে? বিহারের ক্ষমতাসীন জেডি(ইউ) এবং এনডিএ জোটের অংশীদার বিজেপি এখনও এ অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়