ছবি: সংগৃহীত
বসনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তুজলা শহরের একটি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ অগ্নি দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (০৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভবনের সপ্তম তলায় আগুন ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনী প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্র-ইসরায়েল ৩০ লাখ মুসলিম হত্যা করেছে: হুথি নেতা
আহতদের মধ্যে দমকল কর্মী ও পুলিশের সদস্যও রয়েছেন। আগুন লাগার সময় ভবনের অধিকাংশ বাসিন্দাই শয্যাশায়ী বা শারীরিকভাবে অসুস্থ ছিলেন, ফলে তাদের বের করে আনা কঠিন হয়ে পড়ে।
স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের উপরের তলার জানালা দিয়ে আগুনের শিখা বের হতে থাকে। আহতদের মধ্যে অনেককে তুজলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































