
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা প্রচেষ্টায় সহায়তা করার জন্য একটি টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা হবে। সেই টাস্ক ফোর্স তৈরিতে যুক্তরাষ্ট্র ইসরাইলে ২০০ সেনা মোতায়েন করবে। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
গাজায় সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে গাজা সফর শেষে শনিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
অ্যাডমিরাল কুপার বলেন, তার সফরের উদ্দেশ্য ছিল সেন্টকমের নেতৃত্বে একটি ‘সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার’ গঠনের বিষয়ে আলোচনা করা, যা গাজার যুদ্ধোত্তর পরিস্থিতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক ভূমিকা রাখবে।
আরও পড়ুন<<>>গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ
তিনি স্পষ্ট করে জানান, ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। তার ভাষায়, আমি গাজা সফর শেষে ফিরেছি। সেখানে আমাদের আলোচনার মূল লক্ষ্য ছিল যুদ্ধশেষে একটি স্থিতিশীল ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা।
ওয়াশিংটন থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সেন্টকম প্রধানের এ সফর যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশগ্রহণের একটি ইঙ্গিত, যেখানে তারা সরাসরি সামরিক উপস্থিতি নয়, বরং পুনর্গঠন ও মানবিক সমন্বয়ে ভূমিকা রাখতে চায়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।