Apan Desh | আপন দেশ

কুয়েতে ১০ প্রবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ১৩ আগস্ট ২০২৫

কুয়েতে ১০ প্রবাসী নিহত

ফাইল ছবি।

কুয়েতে বিষাক্ত মদ্যপানের কারণে অন্তত ১০ প্রবাসীর প্রাণহানি হয়েছে। এছাড়া গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এরা কোন দেশের নাগরিক সে তথ্য জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটে ১০ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে বিষাক্ত মদ্যপানের কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল-আহমাদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে প্রবাসীরা ভেজাল মদ কিনেছিলেন।

কয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের মৃত্যুর কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আল-আহমাদি গভর্নরেটে যারা মারা গেছেন, তারা সবাই প্রবাসী। ওই অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

আরওপড়ুন<<>>গাজায় আরও ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

তবে এ প্রবাসীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেজাল মদ্যপানের কারণে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। বর্তমানে তারা আল-আহমাদি গভর্নরেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্র বলেছে, রোববার (১০ আগস্ট) রাতে ভেজাল মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন প্রবাসী। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়