
ছবি সংগৃহীত
গুলি, বোমা আর ক্ষুধায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বর্বর ইসরায়েলি আগ্রাসনে এক মৃত্যুপুরী অবরুদ্ধ গাজা নগরী। দলখলদার বাহিনী নির্বিচারে হত্যা করছে অসহায় ফিলিস্তিনিদের। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্ট আরও অন্তত ১০০ মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৫৯৯ ছাড়িয়ে গেছে।
বুধবার (১৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি অভিযান থেকে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৫৯৯ জনের প্রাণ গেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে পৌঁছেছে অন্তত ১০০ মরদেহ, যার মধ্যে ১১টি ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন আরও ৫১৩ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৮।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, কিন্তু অবরোধ ও হামলার কারণে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স সদস্যরা উদ্ধারকাজ চালাতে পারছেন না।
মানবিক সহায়তা নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে নিহত হয়েছেন আরও ৩১ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন অন্তত ৩৮৮ জন। এর ফলে ২৭ মে থেকে এ ধরনের ঘটনায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে, আহত হয়েছেন অন্তত ১৩ হাজার ৪০৯ জন।
আরও পড়ুন <<>> ‘বাবার জন্য ভয় হয়’, বলেছিল গাজায় নিহত সাংবাদিক আনাসের শিশুকন্যা
এ সময় অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও পাঁচজন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। ফলে অনাহারে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭—এদের মধ্যে ১০৩ জন শিশু। এ অবস্থায় গাজার মানবিক বিপর্যয় ক্রমেই গভীরতর হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় সামরিক অভিযান শুরু করার পর এখন পর্যন্ত ১০ হাজার ৭৮ জন নিহত ও ৪২ হাজার ৪৭ জন আহত হয়েছেন। এ অভিযান জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে চালানো হয়।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজার গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।