Apan Desh | আপন দেশ

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ৮ মে ২০২৫

আপডেট: ১৪:৫৩, ৮ মে ২০২৫

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ মে) সকালের এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরই স্থানীয় প্রশাসন এবং জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যে ছয়জন নিহত হয়েছেন তাদের পাঁচজনই নারী পর্যটক। তাদের মধ্যে তিনজন মুম্বাইয়ের, একজন উত্তর প্রদেশের ও অন্যজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। হেলিকপ্টারটির গুজরাটি পাইলট রবিন সিংও (৬০) নিহত হয়েছেন। আহত যাত্রী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

হেলিকপ্টরাটি দেরাদুন থেকে যাত্রীদের নিয়ে হার্সিল হেলিপ্যাডে যাওয়ার পথে উত্তরকাশির কাছে দুর্ঘটনায় পড়ে। ওই পর্যটকদের হার্সিল থেকে সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার দূরে গাংনানীতে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় রাজ্যটির দুর্যোগ মোকাবেলা বাহিনী। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

গাড়োয়াল বিভাগের বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার কার্যক্রম শুরু করা হয় এবং চিকিৎসা সহায়তা সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ঘটনার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনা তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়