
ছবি সংগৃহীত
ভারত-পাকিস্তানের মিলিয়ে সাড়ে ৫শ’ফ্লাইট বাতিল করা হয়েছে। এরমধ্যে পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ। আর ভারতের প্রায় ৩ শতাংশ। ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ এ তথ্য জানিয়েছে।
তাদের হিসেব অনুযায়ী পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো তাদের যাত্রীদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে জম্মু, শ্রীনগর এবং লাদাখের লেহ বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দর বন্ধ। তারা তাদের নির্ধারিত ফ্লাইটগুলো ১০ মে সকাল পর্যন্ত বাতিল করেছে।
আরও পড়ুন<<>> সীমান্তের এসপিদের সতর্ক থাকতে বললেন আইজিপি
মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণ করে ভারত। এতে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয় বলে জানায় পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানও পালটা হামলা চালিয়েছে বলে দাবি ভারতের। দেশটির দাবি, পাকিস্তানের হামলায় ১০ ভারতীয় নিহত হয়েছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।