
বাহারুল আলম
বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। জেলা পুলিশ সুপারদের প্রতি এ নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (০৭ মে) বিকেলে গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধ কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। কোনও জঙ্গি বা সন্ত্রাসী যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে। এ জন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন<<>> জোরপূর্বক ৭৯ ভারতীয় মুসলিমকে বাংলাদেশে পাঠালো বিএসএফ
এ সময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৭৯ জন ভারতীয় মুসলিম নাগরিককে বাংলাদেশে ঢুকিয়েছে বিএসএফ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।