
ছবি: সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটকের প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (০৫ মে) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে এ নিন্দা জানান তিনি। পাশাপাশি পুতিন বলেছেন, ভারত সফরের জন্য মোদি তাকে যে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন— তা তিনি গ্রহণ করেছেন। শিগগরই নয়াদিল্লি আসছেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পেহেলগামের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়া হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়া পূর্ণ সমর্থন দেবে।
আরওপড়ুন<<>>পাক সরকার যুদ্ধ চায়, মানুষ চায় শান্তি
ফোনকলে ভারত ও রাশিয়ার বিশেষ এবং পারস্পরিক স্বার্থ রক্ষাকারী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীরে নিয়ে যেতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এ দুই নেতা। নরেন্দ্র মোদি রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
পৃথক এক বিবৃতিতে একই তথ্য জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুতিনকে ভারত সফরের নিমন্ত্রণ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট আন্তরিকভাবে সেই নিমন্ত্রণ গ্রহণ করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট এমন সময় ভারত সফরে আসার আগ্রহের কথা জানালেন, যখন সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের চরম উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এতে আহত হন আরও বেশ কয়েকজন। ভয়াবহ এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানিবন্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে পারমানবিক শক্তিধর দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারত-পাকিস্তানের উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। সূত্র : এনডিটিভি অনলাইন
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।