Apan Desh | আপন দেশ

ভয়াবহ দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ২৮ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৩৭, ২৮ জুলাই ২০২৪

ভয়াবহ দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। দেশটির পশ্চিমাঞ্চলীয় এ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত দাবানলে প্রায় সাড়ে তিন লাখ একর এলাকা পুড়ে গেছে।

অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ার জানিয়েছে, এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সপ্তম বৃহত্তম দাবানল।

সংস্থাটি জানিয়েছে, অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ১৪৫ কিলোমিটার উত্তরে চিকো শহরের কাছে একটি পাহাড়ি এলাকা থেকে আগুন ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দুর্যোগের ফলে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ক্যাল ফায়ার কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে কর্মীদের বেগ পেতে হচ্ছে। ডজনের বেশি হেলিকপ্টারসহ প্রায় আড়াই হাজার অগ্নিনির্বাপন কর্মী চেষ্টা করছে। তারপরও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

শনিবারের এক আপডেটে সংস্থাটি বলেছে, বাতাসের কারণে দ্রুত গতিতে দাবানল ছড়িয়ে পড়ছে। পাহাড়ের ঢাল ও অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগুনের দ্রুত বিস্তার ঘটছে। দাবানলের ধোঁয়া নিকটবর্তী রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে।

এদিকে গত বৃহস্পতিবার একটি গাড়ি খাদে ঠেলে দিয়ে আগুন লাগানোর সন্দেহে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে ক্যালিফোর্নিয়া পুলিশ।

সুত্র: সিএনএন

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়