Apan Desh | আপন দেশ

উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি

ডা. মো. আরমান হোসেন রনি

প্রকাশিত: ১৪:০৯, ৫ জুন ২০২৪

উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি

প্রতীকী ছবি

সারা বিশ্বে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার বা অন্ধত্বের একটি বড় কারণ হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। বাংলাদেশ মেডিসিন সোসাইটি ও স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশের জনসংখ্যার ২৭ শতাংশ বা চার কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। আবার তাদের মধ্যে ৫৯ শতাংশ জানেনই না যে, তারা এতে ভুগছেন।

উচ্চ রক্তচাপ চোখের রেটিনার রক্তনালীগুলোর ক্ষতি করতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে বলে ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’।

হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি?

হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হলো চোখের রেটিনার ক্ষতি (চোখের পেছনের একটি অংশ যেখানে ছবিটি ফোকাস করে) এবং রক্তচাপ বৃদ্ধির কারণে রেটিনাতে রক্ত সঞ্চালনে বাধা পাওয়া।

ঝুঁকিতে যারা রয়েছেন

যাদের অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে তাদের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

লক্ষণ

• দৃষ্টিশক্তি হ্রাস
• চোখ ফুলে যাওয়া 
• মাথাব্যথার সঙ্গে ডাবল দৃষ্টি 
• রেটিনায় রক্তক্ষরণ 

জটিলতা

চোখের রগ শুকিয়ে যাওয়া: এটি এমন এক অবস্থা যার ফলে অপর্যাপ্ত রক্ত সরবরাহের কারণে অপটিক নার্ভের ক্ষতির কারণে দৃষ্টিশক্তি হ্রাস পায়।
রেটিনার ধমনী অবরোধ: এটি রেটিনায় রক্ত বহনকারী ছোট ধমনীগুলোর একটিতে এমবোলিজম (অবরোধ) দ্বারা সৃষ্ট হয়।
রেটিনার শিরা অবরোধ: এটি ছোট শিরাগুলোর ব্লকেজের কারণে ঘটে।
ম্যালিগন্যান্ট হাইপারটেনশন: ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হল অত্যধিক উচ্চ রক্তচাপ যা চোখসহ বেশ কিছু ধরণের অঙ্গের ক্ষতি করে।

চিকিৎসা

• জীবনযাত্রার পরিবর্তনের (খাদ্যাভ্যাস, ব্যায়াম) মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা। 
• ওষুধ সেবন।

প্রতিরোধ

• নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া। 
• নিয়মিত ব্যায়াম করা। 
• সুষম খাদ্য গ্রহণ করা।
• ধূমপান এড়িয়ে চলা। 
• দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করা। 
• নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা এবং কোনো সমস্যা হলে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

লেখক: চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা