Apan Desh | আপন দেশ

ডন থ্রিতে ফিরবেন শাহরুখ, তবে শর্ত রয়েছে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৭, ১৮ জানুয়ারি ২০২৬

ডন থ্রিতে ফিরবেন শাহরুখ, তবে শর্ত রয়েছে

ছবি : সংগৃহীত

‘ডন থ্রি’ ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। রণবীর সিং সরে দাঁড়ানোর পর বলিউডে গুঞ্জন ছড়িয়েছে—নিজের জনপ্রিয় গ্যাংস্টার চরিত্রে আবারও ফিরতে পারেন শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, সিনেমাটিতে কাজ করার বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন তিনি। তবে সে সঙ্গে কয়েকটি শর্তও দিয়েছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি পরিচালনা নিয়ে। শাহরুখ চান, এ প্রজেক্টে যুক্ত হোক একজন দক্ষিণী পরিচালক। তার ধারণা, দক্ষিণী নির্মাতার হাত ধরে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে নতুন স্বাদ ও ভিন্ন মাত্রা যোগ করা সম্ভব।

সে কারণেই সম্ভাব্য পরিচালকের তালিকায় তার পছন্দের শীর্ষে রয়েছে ‘জাওয়ান’ খ্যাত অ্যাটলি কুমার।

উল্লেখ্য, ‘ডন’ সিরিজের প্রথম দুই কিস্তি পরিচালনা করেছিলেন ফারহান আখতার। শাহরুখের এ শর্তে ফারহানের প্রতিক্রিয়া কী হবে—তা নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছে।

অন্যদিকে, ‘ডন থ্রি’ থেকে সরে যাওয়ার কারণ হিসেবে রণবীর সিং জানিয়েছেন, তিনি সঞ্জয় লীলা বানসালি, লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ‘ধুরন্ধর’র মতো অ্যাকশন ছবির পর টানা গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে চাননি তিনি।

নায়িকা নির্বাচন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। শুরুতে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন <<>> এবার ঈদে বউয়ের প্যারায় থাকবেন মোশারফ করিম

তার জায়গায় কৃতি শ্যাননকে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে খলনায়ক চরিত্র নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।

বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা দুজনই নাকি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

অমিতাভ বচ্চনের পর ‘ডন’ ও ‘ডন ২’-এ গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শাহরুখ খান। তার সম্ভাব্য প্রত্যাবর্তন, পরিচালকের পরিবর্তন এবং একাধিক চরিত্রে রদবদলের খবরে ইতোমধ্যেই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এসব কারণে আপাতত অনিশ্চয়তার মধ্যেই রয়েছে বহুল আলোচিত ‘ডন থ্রি’।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়