Apan Desh | আপন দেশ

এবার ঈদে বউয়ের প্যারায় থাকবেন মোশারফ করিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ১৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১৬, ১৭ জানুয়ারি ২০২৬

এবার ঈদে বউয়ের প্যারায় থাকবেন মোশারফ করিম

সংগৃহীত ছবি

জনপ্রিয় জুটি মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। আবারও এক ফ্রেমে দেখা যাবে এ জুটিকে। ছোট পর্দায় ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে নতুন নাটক। কমেডি ধারার ‘বউ প্যারা দেয়’ নাটকে তাদের স্বামী–স্ত্রীর চরিত্রে দেখা যাবে।

নাটকের গল্পে উঠে আসবে দাম্পত্য জীবনের নিত্যদিনের খুনসুটি। পারিবারিক টানাপোড়েন আর মজার সব ঝামেলা। তবে নাটকের নাম দেখেই বুঝা যাচ্ছে মোশাররফ করিমের জীবনে ‘প্যারা’র মূল কারণ হবেন নীলা। কেন এত প্যারা দিচ্ছে, সেটা জানতে হলে অবশ্যই নাটকটি দেখতে হবে।

কমেডি ঘরানার এ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন সাইফ আহমেদ। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদ আয়োজনে নাটকটি প্রচারিত হবে। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন <<>> গায়ে হলুদে নাচলেন পূজা চেরি

নির্মাতা সাইফ আহমেদ জানান, স্বামী–স্ত্রীর সংসারে প্রতিদিন ছোট ছোট ঘটনা ঘটে থাকে। ভুল বোঝাবুঝি ও আবেগের টানাপোড়েনকে হাস্যরসের ভেতর দিয়ে তুলে ধরা হয়েছে এ গল্পে। তার মতে, গল্পটি যেমন দর্শককে হাসাবে, তেমনি সম্পর্কের ভেতরের বিশ্বাস ও ভালোবাসার গুরুত্বও মনে করিয়ে দেবে।

মোশাররফ করিম বলেন, দাম্পত্য জীবনে মধুরতা আর তিক্ততা—দুটোই পাশাপাশি চলে। সে বাস্তবতাকেই গল্পের মূল বিষয় করা হয়েছে। তিনি আশা করেন, হাসির আড়ালে দর্শক একটি সুন্দর বার্তা খুঁজে পাবেন।

সহশিল্পী নীলার প্রশংসাও করেন মোশাররফ করিম। তার ভাষায়, নীলা কাজের প্রতি আন্তরিক এবং অভিনয়ে মনোযোগী। এ মনোভাব তাকে ভবিষ্যতে আরও ভালো কাজের দিকে এগিয়ে নেবে বলে তিনি মনে করেন।

অন্যদিকে নীলাঞ্জনা নীলা বলেন, মোশাররফ করিমের সঙ্গে কাজ করলে সব সময় নতুন কিছু শেখার সুযোগ থাকে। তিনি জানান, একজন বড় মাপের অভিনেতা হয়েও মোশাররফ করিম সেটে খুব সহজ-সরল থাকেন। প্রতিটি দৃশ্যে তার অভিনয় এবং সহযোগিতা তাকে অনুপ্রাণিত করে। আগের কাজগুলোর মতো এবারও দর্শকের ভালোবাসা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নাটকটিতে আরও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ, সান্ত্বনা ও সাজ্জাদ সাজু।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়