Apan Desh | আপন দেশ

খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৫৪, ৫ অক্টোবর ২০২৫

খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এক দশকের ক্যারিয়ারে প্রেম ও বিয়ে নিয়ে অসংখ্য গুঞ্জনের জন্ম দিয়েছেন। তবে তিনি এসব গুঞ্জনকে খুব একটা পাত্তা দেন না। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এসে তিনি তার বিভিন্ন গুঞ্জন ও ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে কথা বলেছেন। যা সচরাচর দেখা যায় না।

তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান জানতে চান, সাদী কি তার প্রেমিক (বয়ফ্রেন্ড)? জবাবে পরীমনি হেসে বলেন, ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো। এর আগে শেখ সাদী তার পাশে থাকার কারণে আলোচনায় এসেছিলেন।

পরীমনি মোট কতবার বিয়ে করেছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একবার। সঞ্চালক শরীফুল রাজের কথা বললে, বাকি বিয়ের গুঞ্জন কেন শোনা যায়—জানতে চান। পরীমনি তখন রসিকতা করে বলেন, জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।

আরও পড়ুন>>>গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট

অভিনয়ে আসার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি—এমন গুঞ্জন ছিল। সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এ গুঞ্জন আরও জোরালো হয়। ইসমাইল তার স্বামী ছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে পরীমনি স্বীকার করেন, হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।

সঞ্চালক জানতে চান, তিনি এখন সিঙ্গেল আছেন কি না। পরীমনির উত্তর, না। সম্পর্কে আছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। এর কারণ হিসেবে তিনি বলেন, আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় ও এটা থাকা ভালো।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার বিয়ে ভেঙে গেছে। রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কি না, জানতে চাইলে পরীমনি বলেন, না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।

পরীমনি কতবার বিয়ে করতে চান—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।

চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গেও পরীমনির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সিয়ামের সঙ্গে কেন এমন গুঞ্জন উঠল, সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, আমি জানি না। বিশ্বাস করেন, এ একটামাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না, ওটাই আছে। সারাক্ষণ যে ফোনে কথা হয়, ওই রকমও না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান