Apan Desh | আপন দেশ

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার সুখবর পেলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ২ আগস্ট ২০২৫

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার সুখবর পেলেন শাহরুখ খান

শাহরুখ খান

দীর্ঘ ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃতি পাচ্ছেন বলিউডের কিং শাহরুখ খান। প্রথমবারের মতো ‘সেরা অভিনেতা’র জাতীয় পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশা। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের ব্যতিক্রমী ও শক্তিশালী অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন শুক্রবার (০১ আগস্ট)  আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। সেখানেই উঠে আসে শাহরুখ খানের নাম। যদিও এবারের ‘সেরা অভিনেতা’ পুরস্কারটি যৌথভাবে দেয়া হয়েছে। কিং খানের পাশাপাশি ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন ভিক্রান্ত মাসে।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’-এর মতো দর্শকপ্রিয় ও সমালোচকদের প্রশংসিত বহু চলচ্চিত্র উপহার দিলেও মেলেনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০০৪ সালে ‘স্বদেশ’ সিনেমায় একজন নাসা ইঞ্জিনিয়ারের ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পেলেও সে বছর পুরস্কার পান সাইফ আলী খান (‘হাম তুম’)। আবার ২০০৭ সালে ‘চক দে! ইন্ডিয়া’ সিনেমায় ভারতীয় নারী হকি দলের কোচ হিসেবে তার অসাধারণ অভিনয় মন ছুঁয়ে গেলেও পুরস্কারটি চলে যায় হৃতিক রোশনের হাতে (‘ধুম ২’)।

২০১০ সালে ‘মাই নেম ইজ খান’ সিনেমায় বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্র রিজওয়ান খানের ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক প্রশংসা কুড়ান শাহরুখ। কিন্তু সে বছরও জাতীয় পুরস্কার পাননি, সে গৌরব ছিনিয়ে নেন অমিতাভ বচ্চন ‘পা’ সিনেমায় একটি বিরল রোগে আক্রান্ত শিশুর চরিত্রে অভিনয় করে।

তবে অবশেষে ‘জওয়ান’-এ দেশপ্রেম ও আত্মত্যাগের গল্পে শাহরুখের অভিনয় পেয়েছে তার প্রাপ্য সম্মান। শুধু জাতীয় চলচ্চিত্র পুরস্কার নয়, ইতোমধ্যেই শাহরুখ বলিউড বাদশা পেয়েছেন ভারতের ‘পদ্মশ্রী’ এবং ফ্রান্সের দুটি মর্যাদাপূর্ণ সম্মাননা—‘অর্ড্র দে আর্টস এ লেৎর’ এবং ‘লেজিওন দ’অনর’। তবে এ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেকটাই আবেগঘন মুহূর্ত শাহরুখ ভক্তদের জন্য। কারণ দীর্ঘদিন ধরে তার ভক্তরা ও সমালোচকরা যে স্বীকৃতির অপেক্ষায় ছিলেন, সেটি এবার বাস্তব হলো।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়