Apan Desh | আপন দেশ

তাহসানের বিয়ের পর শ্বশুর’কে নিয়ে হইচই

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩১, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:৩৩, ৫ জানুয়ারি ২০২৫

তাহসানের বিয়ের পর শ্বশুর’কে নিয়ে হইচই

সংগৃহীত ছবি

জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবরে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। নতুন স্ত্রীর পরিচয় জানা গেছে—তিনি রোজা আহমেদ। পেশায় মেকওভার আর্টিস্ট। তবে বিতর্ক তৈরি হয়েছে তাহসানের শ্বশুর নিয়ে। 

নেটিজেনরা বলছেন, রোজার বাবা হলেন বরিশালের কুখ্যাত সন্ত্রাসী ফারুক আহমেদ ওরফে ‘পানামা ফারুক’। তিনি ২০১৪ সালে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

ফারুক আহমেদ ৯০-এর দশকে বরিশালের কুখ্যাত আট বাহিনীর একটির প্রধান ছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি বিদেশে পালিয়ে যান। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে ফিরে আসলেও সক্রিয় ছিলেন না। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশালের চকবাজার এলাকায় র‍্যাবের চেকপোস্টে গোলাগুলির ঘটনায় তিনি নিহত হন।

তৎকালীন র‌্যাব সদস‌্যরা জা‌নিয়ে‌ছিল, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরীর চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র‌্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ছয়-সাতজনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র‌্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ফারুক আহম্মেদ।

তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এলেন সে পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ঢাকায় তাহসান ও রোজার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রোজার পরিবার ও স্বজনরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানান ফারুক আহমেদের ভাই মনা আহম্মেদ। তাহসানের এ বিয়ে ও রোজার বাবার পরিচয় নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা