Apan Desh | আপন দেশ

ডিগবাজি দিতে গিয়ে কোমর ভাঙ্গলেন জায়েদ খান!

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০২, ২৫ জুন ২০২৪

ডিগবাজি দিতে গিয়ে কোমর ভাঙ্গলেন জায়েদ খান!

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে থাকেন আলোচনার কেন্দ্রে। বর্তমানে এ নায়ক দেশের বাইরে নানা স্টেজ শো নিয়ে ব্যস্ত। সেই ধারাবাহিকতায় এবার সংযুক্ত আরব আমিরাতে একটি স্টেজ শো করেছেন তিনি। 

পরে দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে ব্যথা পেয়েছেন কোমরে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা। অনেকে বলছেন, এবার বুঝি কোমর ভাঙলেন জায়েদ খান। আর ডিগবাজি দিতে পারবেন কিনা তা এখন অনিশ্চিত। আবার অনেকে বলছেন, যেকোন কাজ করলে যেমন ভুল হওয়া স্বাভাবিক। তেমনি তারও ডিগবাজির হিড়িকে কোমর ভাঙা স্বাভাবিক!

আরও পড়ুন>> জায়েদ খানের সঙ্গে রোমান্স অসম্ভব: দীঘি

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান। পরে তিনি বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এ অবস্থা।

এ চিত্রনায়ক আরও বলেন, নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।

প্রসঙ্গত, ঈদের একদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ খান। ঈদের ছুটি শেষ না হতেই এবার উড়াল দিয়েছেন দুবাই। তার আগে লন্ডন মাতিয়ে আসেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৩ আগস্ট কানাডা মাতাতে যাবেন এ চিত্রনায়ক।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়