ছবি : আপন দেশ
প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন হচ্ছে। একই সঙ্গে হল সংসদ নির্বাচনও হচ্ছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বেলা ৩টা পর্যন্ত।
ইসির তথ্যমতে, নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে প্রার্থী ১৫৭ জন। মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। নির্বাচনে ছাত্রদল ও ছাত্র অধিকার, ছাত্রশিবির, বামপন্থি দল ও জাতীয় ছাত্রশক্তি সমর্থিত চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
আরও পড়ুন : স্বর্ণের আজকের বাজারদর জেনে নিন
এর আগে নানা কারণে তিন দফা স্থগিত হয় জকসু নির্বাচনের ভোটগ্রহণের তারিখ। ভোটের কারণে আজ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































