Apan Desh | আপন দেশ

ইবির ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সাব্বির, সম্পাদক ইজাজ

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ১১:২৩, ১৬ নভেম্বর ২০২৫

ইবির ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সাব্বির, সম্পাদক ইজাজ

সাব্বির হোসেন সাঈম ও ইজাজ আহমেদ

আগামী ১ বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন সাঈম। সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইজাজ আহমেদ।

রোববার (১৬ নভেম্বর) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে স্বাক্ষর দিয়েছেন ইবি ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক  ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল কবির রায়হান, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নাছির উদ্দিন আবির, সাবেক সভাপতি মো. সালাউদ্দিন ও সাধারন সম্পাদক সিরাজুজ জামান গালিব।

৩৪ সদস্যবিশিষ্ট কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাইফুল্লাহ ও মারুফ হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুহিব্বুল্লাহ নোমান, মুহাম্মদ শরিফুল ইসলাম মজুমদার, নুসরাত ঐশী ও শামিম হোসেন; সাংগঠনিক সম্পাদক হিসেবে  সাকীফ বিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার সিজান স্বাধীন, দফতর সম্পাদক মোছা: শাকিরা ইসলাম, উপ দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল হালীম, কোষাধ্যক্ষ আশরাফুল হক এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে মো. সাদমান হাফিজ মনোনীত হয়েছেন

এছাড়াও, মানব সম্পদ সম্পাদক পদে খাদিজা তুজ লামিয়া, সহ মানব সম্পদ সম্পাদক আঁচল দাস ও মোছা: মিশরাত জাহান মিশি, আইটি সম্পাদক আল আমিন, সহকারী আইটি সম্পাদক মো.আসিফ মিয়া ও  হাবিব আল মিসবাহ, প্রকাশনা সম্পাদক- মাওয়াজ হোসেন ও সহকারী প্রকাশনা সম্পাদক মিতা নূর, ঊর্মিলা আক্তার তন্বী ও মাইমুনা রহমান; পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক ফাওজিয়া ফারজানা মীম ও সহকারী পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক- বনি খাতুন মেরী,  বিজ্ঞাপন সম্পাদক বর্ণালী দাশ বর্ণা ও সহকারী বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক স্নিগ্ধা পন্ডিত, এস. কে মিরাজ ইসলাম এবং স্ক্রিপ্ট রাইটার এন্ড হোস্ট হিসেবে রাবেয়া খন্দকার, মো. মুক্তাদির হোসেন ও খন্দকার ইফতেখার উল ইসলাম মনোনীত হয়েছেন।

আরও পড়ুন<<>>আ’লীগের পক্ষে ফেসবুক পোস্ট দিয়ে থানায় ইবি শিক্ষার্থী

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইজাজ আহমেদ বলেন, ইবি ফটোগ্রাফিক সোসাইটির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। ফটোগ্রাফি আজকের বিশ্বে উন্নয়ন, প্রচার ও যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানো এবং তাদের সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও নতুন উচ্চতায় তুলে ধরা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা ফটোগ্রাফি, দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিকেশন ডেভেলপমেন্টের সুযোগ পাবে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে এবং আইইউপিএসকে নিজেদের সংগঠন হিসেবে মনে করবে।

নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন সাঈম বলেন, আইইউপিএসর সভাপতির দায়িত্ব পেয়ে সর্বপ্রথম আমি মহান আল্লাহর কাছে আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সকল কার্যক্রম ন্যায়, স্বচ্ছতা ও দায়িত্ববোধের সঙ্গে পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের মূল লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যচিত্র ও মিডিয়াসংশ্লিষ্ট গঠনমূলক দক্ষতা উন্নয়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, যাতে তারা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের ইতিবাচক চিত্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারে। আমরা সে লক্ষ্য ও অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়