Apan Desh | আপন দেশ

স্কুলে ভর্তিতে এবারও লটারি, আবেদন শুরু ২১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ১০ নভেম্বর ২০২৫

স্কুলে ভর্তিতে এবারও লটারি, আবেদন শুরু ২১ নভেম্বর

ফাইল ছবি

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে এবারও ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি করা হবে। 

সোমবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে সোমবার (১০ নভেম্বর) বিকেলে এসব সিদ্ধান্ত জানান ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভর্তি মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

আরও পড়ুন<<>>বাগেরহাটে চারটি আসন বহাল রাখার নির্দেশ হাইকোর্টের

তিনি বলেন, এবারও লটারি ভর্তি প্রক্রিয়া কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়া চালানো হবে।

অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ থেকে ১৯ নভেম্বর প্রধান শিক্ষকরা অনলাইন রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন। ১৩ নভেম্বর থেকে টেলিটক কাজ শুরু করবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রচার হবে ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি হতে পারবে।

এবারও ভর্তির ক্ষেত্রে গতবারের মত দুটি অপেক্ষমাণ তালিকা ও ওয়েটিংলিস্ট থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার স্কুলে ভর্তিতে এবারও লটারি, আবেদন শুরু ২১ নভেম্বর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান নির্বাচন ও গণভোট ইস্যুতে সরকারের সিদ্ধান্ত শিগগিরই : পরিবেশ উপদেষ্টা আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত একটি চক্র একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে: মির্জা ফখরুল ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু শেখ হাসিনা, জয়-পুতুলের প্লট দুর্নীতির মামলার শুনানী আজ আজ কলি হয়ে আছি, একদিন ফুটবই: নাহিদ আধা ঘন্টার ব্যবধানে দুই বাসে আগুন মাদ্রসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক আসিফ আকবরের মন্তব্যে সমালোচনার ঝড় যুদ্ধবিরতি ভেঙে ফের লেবাননে হামলা ইসরায়েলের