Apan Desh | আপন দেশ

ছুটির মধ্যে ক্যাম্পাসের পশুপাখিদের পাশে রাবি ছাত্রদল

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৩৩, ২ অক্টোবর ২০২৫

ছুটির মধ্যে ক্যাম্পাসের পশুপাখিদের পাশে রাবি ছাত্রদল

ছবি: আপন দেশ

শারদীয় দুর্গাপূজার ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস বন্ধ থাকায় সবথেকে বেশি বিপাকে পড়েছেন ক্যাম্পাসে থাকা পশুপাখি। আবাসিক হলগুলোর ডাইনিং-ক্যান্টিন ও ক্যাম্পাসের হোটেলগুলো বন্ধ থাকায় উচ্ছিষ্ট খাবার না পেয়ে প্রায় মৃতপ্রায় ক্যাম্পাসের পশুপাখিগুলো।

এসময় ক্ষুদার্ত কুকুর-বিড়ালের পাশে দাঁড়ালেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কুকুর বিড়ালকে খাবার খাওয়াতে দেখা যায় ছাত্রদল মনোনীত প্রার্থীদের। এসময় প্রার্থীরা ছাড়াও শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

খোঁজ নিয়ে জানা যায়, শারদীয় দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় গত ৪দিন ধরে ক্যাম্পাসের ক্ষুদার্ত পশুপাখিদের রান্না করে খাবার খাওয়াচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাস না খোলা পর্যন্ত তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা। 

খাবারের মধ্যে রয়েছে ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ বিভিন্ন পুষ্টিকর খাবার, যাতে প্রাণীগুলো সুস্থ থাকতে পারে। পাশাপাশি, তারা অসুস্থ ও আহত প্রাণীদের জন্য ওষুধ ও চিকিৎসার ব্যবস্থাও করছেন।

আরও পড়ুন>>>বিএড নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা

ক্যাম্পাসে অবস্থিত কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের কাছ থেকে খাবার পায়। তবে দীর্ঘ ছুটির কারণে প্রাণীগুলো খাদ্য সংকটে পড়ে। এ পরিস্থিতিতে প্রাণীগুলোর পাশে দাঁড়িয়েছে রাবি ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল।

বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে কুকুর-বিড়ালকে খাবার খাওয়াতে দেখা যায় ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলে বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাসুম বিল্লাহকে। তিনি জানান, আমরা যা খেতাম তার উচ্ছিষ্ট খাবার পশুপাখিগুলো খেত কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সবথেকে বিপাকে পড়েছেন ক্যাম্পাসের পশুপাখিগুলো। তাই আমরা গত ৪দিন ধরে পশুপাখিদের পাশে দাঁড়িয়েছি। ক্যাম্পাস না খোলা পর্যন্ত আমরা পশুপাখিদের পাশে থাকবো বলে জানান তিনি।

রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মো. আর-রাফি (রাফি) বলেন, আমার ইশতেহারগুলোর মধ্যে একটি ছিল ক্যাম্পাসে পশুপাখির পাশে দাঁড়ানো। আমি যদি রাকসুতে নির্বাচিত হতে পারি তাহলে ক্যাম্পাসের পশুপাখিদের জন্য কাজ করবো। আরেকটি বিষয়–আমাদের ক্যাম্পাসের ডাইনিং-ক্যান্টিন মালিকরা উচ্ছিষ্ট খাবার পশুপাখিদের না দিয়ে বিক্রি করে দেন। দোকানিদের এমন কর্নকান্ড বন্ধ করতে আমি বদ্ধপরিকর। 

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, ক্যাম্পাস বন্ধ হওয়ার পর থেকেই কোনও উচ্ছিষ্ট খাবার পাচ্ছে না ক্যাম্পাসে কুকুর-বিড়ালগুলো। সে জায়গা আমরা ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল পশুপাখির পাশে দাঁড়িয়েছি। পশুপাখিও আমাদের সমাজের অংশ। আমরা সবাইকে আহবান জানাবো ক্যাম্পাসের ক্ষুদার্ত পশুপাখির পাশে দাঁড়ানোর জন্য।

এমন উদ্যোগের বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, কোনো প্রশাংসা পাওয়ার জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করিনি। ক্যাম্পাস বন্ধ থাকায় উচ্ছিষ্ট খাবার না পেয়ে পশুপাখিগুলো প্রায় মৃতপ্রায় অবস্থা। তাদের পাশে কাউকে না কাউকে অবশ্যই দাঁড়ানো উচিত। আর ছাত্রদল একটি মানবিক সংগঠন আর সে জায়গা থেকেই আমরা পশুপাখির পাশে দাঁড়িয়েছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়