Apan Desh | আপন দেশ

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়ায় সুখবর

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৩৬, ১ অক্টোবর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়ায় সুখবর

ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য একটি বড় সুখবর আসছে। তাদের বাড়ি ভাড়া শতাংশ হারে বাড়ানোর একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আগামী রোববার এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেয়ার দাবি জানিয়েছেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আরও পড়ুন>>>এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে ‌‘সুখবর’

তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। এভাবে তৈরিকৃত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। 

জানা গেছে, চিঠি পেয়ে কাটছাট করতে পারে অর্থ মন্ত্রণালয়। তারা যেটিতে অনুমোদন দেবে, সে হারেই বাড়ি ভাড়া পাবেন শিক্ষক-কর্মচারীরা।

গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়