Apan Desh | আপন দেশ

‘নীলক্ষেতের ঘটনাকে ধামাচাপা দেয়া যাবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:০০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

‘নীলক্ষেতের ঘটনাকে ধামাচাপা দেয়া যাবে না’

আবিদুল ইসলাম আবিদ। ফাইল ছবি

নীলক্ষেতে ডাকসু নির্বাচনের বিপুল ব্যালট পেপার থাকার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ। তার অভিযোগ, নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনাকে ধামাচাপা দেয়া যাবে না, সত্য উন্মোচিত হবেই।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন ছাত্রদলের এ নেতা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আবিদ তার ভেরিফায়েড আইডিতে এ কথা লেখেন।

তিনি লেখেন, নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনাকে ধামাচাপা দেয়া যাবে না, সত্য উন্মোচিত হবেই। স্বচ্ছতা আদায় করা আমাদের দায়িত্ব। সবকিছু খুব দ্রুতই স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মিথ্যার শক্তিতে বিভ্রান্ত হবেন না।

আরওপড়ুন<<>>ক্যাম্পাস শাটডাউনের প্রতিবাদে রাবিতে শিবিরের মানববন্ধন

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ জানাতে যান আবিদসহ ভিপিপ্রার্থী উমামা ফাতেমা, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন প্রার্থী।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। নির্বাচনের দিনই ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেন। 

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়