Apan Desh | আপন দেশ

বহিরাগতদের হামলার প্রতিবাদে বাকৃবিতে চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৫

বহিরাগতদের হামলার প্রতিবাদে বাকৃবিতে চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীরা এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। ‘রেড মার্চ ফর জাস্টিস’ নামের এ কর্মসূচিতে তারা মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়। 

এর আগে বিকেল হতেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে আমতলায় এসে জড়ো হতে থাকেন। এরপর তারা মাথায় লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মৌন মিছিলটি শুরু করেন। মিছিলটি নিয়ে করিডোর প্রদক্ষিণ করে তারা সমাবর্তন চত্বরে পৌঁছান। সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা মাথার লাল কাপড়টি খুলে চোখে বেঁধে নেন। 

আরও পড়ুন>>>রাবিতে বামদের মধ্যেও শিবির ঢুকে গেছে: আমান

কর্মসূচিতে অংশ নেয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, আজকে আমাদের এ কর্মসূচিটি প্রতীকী কর্মসূচি, এটার প্রশাসনের প্রতি আমাদের লাল সিগন্যাল প্রদর্শন। বহিরাগত আমাদের উপর যে হামলা করেছে তার বিচার আমরা এখনো পাইনি, আমরা আশা করি প্রশাসনে এ ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নিবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় বহিরাগতরা কারা হামলা করেছে তাদের খুঁজে বের করবে। ভবিষ্যতে যাতে এমন হামলা আর না হয় ও  শিক্ষার্থীরা যাতে নিরাপদ থাকে আশা করি প্রশাসন এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নিবে। আগামীকাল প্রশাসনের সাথে আমাদের আরেকটি মিটিং হবে, আশা করি চলমান সমস্যার আমরা দ্রুত সমাধান পাবো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়