
ছবি : আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে মোটরসাইকেল সঙ্গে বেপরোয়া অটোরিকশার দুর্ঘটনা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত পনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদনপুর গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে মেডিকেলে নিয়ে গেলো রাত ১২ দিকে ওই শিক্ষার্থী মারা যান। রাবি ইংরেজি বিভাগের চেয়ারম্যান মমিনুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফাহমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাসা ঢাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখার ইসলাম ফামিন তার বন্ধু মিরাজের বাইকের পেছনে বসা ছিলে। বিনোদনপুর গেটের মোড়ে আসলে একটি রিকশাটা হুট করে উল্টো দিকে ঘুরিয়ে নেয় যার কারণে এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যগণ উদ্ধার করে রামেকে জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে আছে।
দর্শন বিভাগের শিক্ষার্থী নওয়াব হাসান প্রিন্স বলেন, ইংরেজি বিভাগের যে ভাইটি মারা গেলেন এটার সম্পূর্ণ দোষ রিকশাওয়ালার। আমরা কয়েকজন এক্সিডেন্ট হওয়ার পরপর ই গিয়ে শুনি কিছু লোকজনের কাছে যে পুরো দোষ রিকশাওয়ালার। উনি সোজা বিনোদপুর গেইটের দিকে বাইকে করে আসছিলেন ঠিক তখনই রিকশাটা হুট করে উল্টো দিকে ঘুরিয়ে নেয় যার কারণে এ দূর্ঘটনা ঘটলো এবং এ অকাল মৃত্যু হলো।
এ বিষয়ে বিভাগের সভাপতি মমিনুল ইসলাম বলেন, তারা ২ জন বাইকে করে যাচ্ছিল। হঠাৎকরে রিকশাটা উল্টো দিকে ইউটার্ন নেয়ার সময় মাইকের সঙ্গে অটোরিকশার অ্যাক্সিডেন্ট হয়। দুইজন মধ্যে পিছনে থাকা শিক্ষার্থী ফামিনের সেন্স ছিল না। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসার জানান সে মারা গেছেন। শিক্ষার্থীই তার পরিবারকে জানিয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার এসেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিভাগের সভাপতিসহ কয়েক শিক্ষক আমরা এখানে এসেছি। বিস্তারিত জেনে আমরা ব্যবস্থা নেব।
এ বিষয়ে রাজশাহী মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই অটোরিক্সার ড্রাইভারকে আটক করেছি। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।