
বিক্ষোভ করছেন ঢাবি সাধারণ শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের (ভিসি) বাসভবন ঘেরাও করে তারা বিক্ষোভ করছেন।
সোমবার (০১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। তফসিল অনুযায়ী, ডাকসু কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আরও পড়ুন>>>ডাকসু নির্বাচন স্থগিত হলো যে কারণে
এ খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ঝটিকা মিছিল নিয়ে বের হন হলপাড়ার শিক্ষার্থীরা। মিছিলটি ডাকসু প্রাঙ্গণ হয়ে রোকেয়া হলের সামনে দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসে। ধীরে ধীরে ধীরে শিক্ষার্থীদের ভিড় বাড়তে শুরু করে, এ অবস্থান কর্মসূচিতে। এখানে ডাকসু স্থগিতের সিদ্ধান্ত বাতিল চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা
ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামীন মোল্লা বলেন, ভিসি স্যারের বাসভবনের সামনে ডাকসু বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি চলছে।
এ বিষয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, হাইকোর্টের স্থগিতের বিষয়ে জানি না। আমরা নির্বাচন স্থগিতের পক্ষে না। নির্বাচন সঠিক সময়েই ৯ সেপ্টেম্বর অনুষ্ঠান হওয়ার পক্ষে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।