Apan Desh | আপন দেশ

জকসুর দাবিতে ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:০৮, ২৪ আগস্ট ২০২৫

জকসুর দাবিতে ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি

ছবি: আপন দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ ও রোডম্যাপ ঘোষণার দাবিতে ‘ব্রেক দ্য সাইলেন্স’ অবস্থান কর্মসূচি পালন করেছেন জবি শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। এছাড়া সম্পূরক বৃত্তির দাবি তোলেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘কবে হবে বলে দাও, হচ্ছে হবে বাদ দাও’ ; ‘জকসু আমার অধিকার, রুখে দেয়ার সাধ্য কার’ ; ‘বৃত্তি আমার অধিকার, রুখে দেয়ার সাধয় কার’ ; ‘চলছে লড়াই চলবে, জবিয়ানরা লড়বে’ ; ‘আটটা টু আটটা, বাজায় কার ঘণ্টা’ ; ‘ভিসি স্যার জানেন নাকি, আমরা এখানে বসে আছি’ ইত্যাদি স্লোগান দেন।

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, আমরা অনেক সময় দিয়েছি। গত মে মাস থেকে এক-দুই মাসে এ নীতিমালা প্রণয়ন করা হয়ে যায়। কিন্তু প্রশাসনের অদক্ষতার কারণে তা হয়নি। আমরা নামতে বাধ্য হচ্ছি। আমাদের দাবি ছিল, বিশেষ সিন্ডিকেট ডেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানানো, কিন্তু এ প্রশাসন তা করেনি।

তিনি আরও বলেন, এতদিন আমরা বাইরে ছিলাম। প্রশাসন এসির বাতাসে ছিল। কিন্তু এখন আমরা ভিসি ভবনে থাকব, প্রশাসন মন্ত্রণালয়, ইউজিসি ঘুরবে। আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে উঠব না।

আরওপড়ুন<<>>ইবির সাবেক প্রক্টরের বিচার দাবিতে বিক্ষোভ

শাখা শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, আমরা দু’দফা দাবি নিয়ে এখানে বসেছি। শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চলমান যৌক্তিক দাবিগুলো কোনো এক অজানা কারণে আটকে আছে। আমরা প্রশাসনের এ নীরবতা ভাঙতে চাই। তারা কোথায় আটকে আছে, এটা তাদেরকেই বলতে হবে। কেন এ দীর্ঘসুত্রিতা জানাতে হবে শিক্ষার্থীদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলছে, চলবেই।

এর আগে, গত ১৯ আগস্ট থেকে জকসুর নীতিমালা অনুমোদেন, সুনির্দিষ্ট রোডম্যাপ ও সম্পূরক বৃত্তি দেয়ার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও (২১ আগস্ট) অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। তাদের দাবি যৌক্তিক। জকসুর চূড়ান্ত নীতিমালা এখনও হাতে পাইনি, তবে কমিটি কাজ করছে। আশা করছি, শিগগিরই হাতে পাব। নীতিমালা পেলে মঙ্গলবার (২৬ আগস্ট) সিন্ডিকেট মিটিং করে পাস করব। এরপর বুধবার (২৭ আগস্ট) বা বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইউজিসিতে পাঠানো হবে। অধ্যাদেশ আসলেই রোডম্যাপ ঘোষণা করা সম্ভব হবে।

সম্পূরক বৃত্তির বিষয়ে তিনি বলেন, গত সপ্তাহেও আমরা বৃত্তির বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। তাদের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হবে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই শিক্ষার্থীরা জকসুর রোড ম্যাপ এবং সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট ধারণা দেয়ার জন্য প্রশাসনকে দুই দিন আলটিমেটাম দেয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়