
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রধান ম্যাকানিক মো. আনোয়ার হোসেনকে আহবায়ক ও ড্রাইভার আকবর আলীকে যুগ্ম-আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টায় পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির এক সাধারণ সভায় সংগঠনটির সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এদিকে, পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সকল সদস্যের মতামতের ভিত্তিতে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত এ আহবায়ক কমিটি সমিতির সকল দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মো. শাহীন শেখ।
আরওপড়ুন<<>>নোবিপ্রবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সেমিনার
কমিটির অন্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ (কালু), সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম ও মো. আলতাফ হোসেন।
সংগঠনের যুগ্ম আহবায়ক আকবর আলী বলেন, বর্তমান কমিটির মেয়াদ আরও অনেক আগেই শেষ হয়েছে। ফলে সমিতির কার্যক্রম স্থবির ছিলো। সকলের পরামর্শে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এবং তা নির্বাচন না হওয়া পর্যন্ত বহাল থাকবে। সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শে সংগঠনের উন্নয়নে কাজ করে যেতে চাই বলে জানান তিনি।
এ বিষয়ে নবনির্বাচিত আহবায়ক মো. আনোয়ার হোসেন বলেন, আমরা সকল সদস্যকে সঙ্গে নিয়ে রাবির পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির কল্যাণে কাজ। সংগঠনটি অনেকদিন ধরে স্থবির হয়ে আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সংগঠনটির আগের স্বকীয় জায়গায় ফিরিয়ে নিতে। সকলে দোয়া পরামর্শে আমরা এগিয়ে যেতে চাই বলে জানান তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।