Apan Desh | আপন দেশ

রাকসুতে নির্বাচন করার বৈধতা চেয়ে শিক্ষার্থীর সংবাদ সম্মেলন 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ১৭ আগস্ট ২০২৫

রাকসুতে নির্বাচন করার বৈধতা চেয়ে শিক্ষার্থীর সংবাদ সম্মেলন 

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় নাম সংযুক্ত করে নির্বাচন করার বৈধতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক শিক্ষার্থী। পাশাপাশি ভোটার তালিকায় নাম সংযুক্ত না করলে রাকসুতে জমা হওয়া ফি ফেরত দেয়ার দাবি ও জানান তিনি।

রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. সারোয়ার জাহান। তিনি রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ শামসুজ্জোহা হলের একজন অনাবাসিক ছাত্র।

সংবাদ সম্মেলনে মো. সারোয়ার জাহান বলেন, আমার মাস্টার্সের ফলাফল প্রকাশিত হলেও দুটি পরীক্ষায় ইম্প্রুভ দিয়েছি। যার ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। সুতরাং বর্তমানে আমি একজন নিয়মিত শিক্ষার্থী।

আরওপড়ুন<<>>রাবির ৭২তম ব্যাচের ক্লাস শুরু, নবীনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস

আসন্ন রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রার্থী হতে চান জানিয়ে তিনি বলেন, আমি আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় সংসদে নির্বাচন করব। এখন পর্যন্ত আমি ছাত্র, কিন্তু আমার নাম যেহেতু আসেনি পরবর্তীতে যুক্ত না করলে আমার সকল পরিশ্রম বৃথা যাবে। ফলাফল প্রকাশিত না হওয়ার পরও আইনের ফাঁক-ফোকর দেখিয়ে ভোটার তালিকায় সংযুক্ত না করলে রাকসুর ফান্ডে ১৯৯০ সালের পর থেকে জমা হওয়া সকলের ফি ফেরত দিতে হবে।

উল্লেখ্য, ভুক্তভোগী শিক্ষার্থী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলেও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে অনার্স-মাস্টার্স পরীক্ষা দেন। এছাড়া অনার্স প্রথমবর্ষের দুটি পরীক্ষার ইম্প্রুভ দেন, পরবর্তীতে যার ফলাফল এখনও অপ্রকাশিত।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়